শুক্রবার (৯ জানুয়ারি) পটুয়াখালী পৌরসভাধীন পিটিআই ভবনের ১ নং কক্ষে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বিকেল পৌনে ৪ টায় সন্দেহজনক আচরণের ভিত্তিতে মোসা. সুমাইয়া বেগম (২৫) কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি একটি ডিভাইস vip pro max No 20260918, ১টি সিম ও পরীক্ষায় Admit card জব্দ করা হয়।
আটককৃত পরীক্ষার্থী কলাপাড়া উপজেলার লোন্দা এলাকার বাসিন্দা মো. নূরুল ইসলাম এর মেয়ে মোসা. সুমাইয়া বেগম (২৫)। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী হিসেবে ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২
ঘটনার পরপরই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আকিব রায়হান। মোবাইল কোর্ট আইন, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·