সোমবার (৪ আগস্ট) ভোর ৩টার দিকে চারজন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে নেয়।
ডাকাত দল ঘরের গ্রিল কেটে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে। তারা মালামালের খোঁজ চাইলে না পাওয়ায় প্রবাসীর স্ত্রী শুক্লা রানীকে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে জীবন বাঁচাতে শুক্লা রানী ছাদ থেকে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। তবে তার আগেই ডাকাতরা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: বাউফলে এক রাতে ১১ প্রতিষ্ঠানে চুরি
আহত শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘চারজন মুখোশধারী ঘরে ঢুকে আমাকে মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরার মেশিন নিয়ে যায়। হানির ভয় দেখালে আমি সম্মান রক্ষায় ছাদ থেকে ঝাঁপ দেই।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় এলাকায় সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
]]>