শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়িবহর আটকে দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বাড়িঘরের মূল্য পরিশোধ করা হয়নি। নানা অযুহাতে সময়ক্ষেপণসহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি হয়রানি করা হচ্ছে।
আরও পড়ুন: কমিটি নিয়ে বিএনপি নেতার অসন্তোষ, বিদ্যালয়ে তালা
দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলমান থাকতে পারে না।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনসার উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আলমগীর।
]]>