পটুয়াখালীতে নবজাতক মেয়ের নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

২ সপ্তাহ আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার জন্ম হয়।


নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম। তাদের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে।


শিশুর বাবা ইলিয়াস আজিজ জানান, ওই দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে সারাদেশে শোকাবহ আবহ তৈরি হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে তিনি ও তার পরিবার খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধাশীল। সেই আবেগ থেকেই কন্যাশিশুটির নাম রাখেন ‘খালেদা জিয়া’।


তিনি আরও জানান, আল্লাহ সুস্থ রাখলে নবজাতক খালেদাকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান।


আরও পড়ুন: রাজধানীতে রাস্তা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


শিশুর মা মারিয়ম বলেন, ‘এই নাম রাখার পেছনে বিএনপির প্রতি আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই, মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হয়ে উঠুক।’


এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আল মামুন বলেন, ‘নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। এটি যদিও সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও এতে রাজনৈতিক দর্শনের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতিফলন রয়েছে।’


এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন