সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারস্থ জেলা কার্যালয় প্রাঙ্গণে জেলা গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না। গণঅধিকার পরিষদ গত সাত বছরে ৭০ বছরের ইতিহাস তৈরি করেছে। তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।
আরও পড়ুন: নুুরুল হক নুর / ইউনুস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলব, নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারপর রোডম্যাপ দেবেন
কেন্দ্র দখল করে সিল পিটিয়ে এমপি ও চেয়ারম্যান হওয়ার সেই দিন আর নেই উল্লেখ করে নুর বলেন, 'সময় যতদিন লাগে সরকার নেবে, আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তারপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।'
এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।