পঞ্চতন্ত্র: গল্পে গল্পে হাস্যরসের ভেতর জীবনবোধ

২ সপ্তাহ আগে
পঞ্চতন্ত্রের কাহিনিগুলো বিশেষভাবে আকর্ষণীয়। কারণ, এতে পশুপাখিদের চরিত্র ব্যবহার করা হয়েছে। কাক, শিয়াল, খরগোশ, হরিণ বা সিংহ—এরা সবাই মানুষের চরিত্রকে প্রতিফলিত করে। হাস্যরসের ভেতর দিয়েই গুরুতর উপদেশ দেওয়া হয়। শিয়ালের ধূর্ততা, কাকের বুদ্ধি, হরিণের সরলতা বা সিংহের ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে মানুষের সমাজজীবনের প্রতিচ্ছবি।
সম্পূর্ণ পড়ুন