পঞ্চগড়ের নদী রক্ষায় গণশুনানি

১ মাস আগে
পঞ্চগড় জেলার ছোট-বড় প্রায় ৫০টি নদীর টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব নিয়ে এক জনমত যাচাই সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ‘পঞ্চগড় জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা (পর্যায়-১) প্রকল্পে’ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় অফিস চত্বরে এই সভা হয়।

 

এসময় প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশনে বক্তারা নদী খননসহ প্রস্তাবিত নদীর তীর প্রতিরক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

 

আরও পড়ুন: গোমতি নদীর অবৈধ দখল, হুমকির মুখে বেড়িবাঁধ

 

পরে জেলার ৫ উপজেলার জনপ্রতিনিধিসহ স্থানীয়দের মতামত গ্রহণ করেন অতিথিরা।

 

এতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, পরিবেশ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
 

]]>
সম্পূর্ণ পড়ুন