বৃহস্পতিবার (২৬ জুন) মধ্যরাতে পঞ্চগড় বাজারের সিনেমাহল রোড থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় পঞ্চগড় সদর থানায়।
এ বিষয়ে শুক্রবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান গণমাধ্যমকর্মীদের বলেন, ওই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে পুশইন করল বিএসএফ
এদিকে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিভিন্ন সোশ্যাল চ্যাটিং গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনদের সংঘবদ্ধ করা, প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছিলেন মামুন। এছাড়া বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও ছাত্রদল নেতাদের হুমকি ধামকিও দিয়ে আসছিলেন। দেশকে এবং পঞ্চগড়ে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করছিল। আমরা তাকে আটকের পর দেখেছি তাদের গোপন ম্যাসেঞ্জার গ্রুপ ছিল। তার মাধ্যমে তারা অন্যদের সাথে যোগাযোগ করতো। এ মামুন দলের নেতাকর্মীদের সংঘবদ্ধ করার জন্য কাজ করছিল। তার মোবাইলে এমন অনেক প্রমাণ আমরা পেয়েছি। এমনকি আমাকে পর্যন্ত সে হুমকি ধামকি দিয়েছে। তাকে দেখতে পেয়ে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’