পঞ্চগড়ে রাস্তাজুড়ে খানাখন্দ, পাকাকরণের দাবিতে অবরোধ

১ সপ্তাহে আগে
পঞ্চগড় সদর উপজেলার একটি রাস্তার পাঁচ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দে জন দুর্ভোগ সৃষ্টি হওয়া ক্ষতিগ্রস্ত সড়ক পাকাকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদরের ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এসময় ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মানুষ অংশ নেন।
 

সড়ক অবরোধের কারণে এতে করে প্রায় ২ ঘন্টা পঞ্চগড়-আটোয়ারী সড়কের দুই পাশে আটকা পড়ে শতশত যানবাহন। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। তবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি তুললেও সংস্কার করা হয় নি। অতি দ্রুত সংস্কার করা না হলে আগামীতে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
 
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতি

এসময় বিক্ষোভকারীরা বলেন, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সড়ক দিয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী কষ্ট করে যাতায়াত করেন। সড়ক ধরে পাশের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেতে পারেন না। কেউ নিজের বাড়িতে ভ্যানে করে যেতে চায় তাহলে ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়। পাশেই লাঙ্গলগাঁও এলাকায় একটি পোল্ট্রি ফার্ম থাকায় তাদের গাড়ি চলাচল করে সড়কটিতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। একাধিকবার অভিযোগ করেও গত ১৭ বছরে সড়কটি কেউ সংস্কার করেনি। বর্তমান বর্ষায় সড়ক ধরে কেউ চলাচল করদে পারে না খানাখন্দের কারণে।


অবিলম্বে সড়কটি পাকাকরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
 

এদিকে পঞ্চগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনাস্থলে গিয়ে সড়ক পাকাকরণের বিষয়ে আশ্বস্ত করেন। সড়কটির পাকাকরণে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলেও এলাকাবাসীকে আশস্ত করেন। পরে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন তিনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন