শুক্রবার গভীর রাত থেকে শনিবার (২৭ ও ২৮ জুন) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। একই সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার টাকা দামের একটি জাল নোট, নগদ ১২ হাজার টাকার, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক সেবনের কিছু উপকরণ।
সকালে গ্রেফতার রাশেদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা।
পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে জাল নোট সরবরাহ ও ডলার দেয়ার প্রলোভনে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন রাশেদ সহ তার সহযোগীরা।
এদিকে দেবীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, চক্রের ফান্দে পড়া টাঙ্গাইলের তিনজন ভুক্তভোগী শুক্রবার অভিযোগ করেন যে, ডলার দেওয়ার প্রলোভনে তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই রাতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: সেনাবাহিনীর নিরাপত্তায় নির্বিঘ্নে পঞ্চগড়ে রথযাত্রা উৎসব উদযাপন
গভীর রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই সহযোগীর তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের বাড়িতেও তল্লাশী অভিযান পরিচালিত হয়। এসময় অপর দুই সহযোগীকে পাওয়া যায় নি। অভিযান শেষে সকালে গ্রেফতার রাশেদ জামানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে তিনজনকেই চিহ্নিত করে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান সেনা সদস্যরা।
এ বিষয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন সময় সংবাদকে বলেন, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জাল নোট সরবরাহ ও প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো জানান, এ চক্রের অন্য সদস্যদের খোঁজে ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কার্যকলাপে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।