নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের অফিস, ঢাকার উদ্বেগ

১ সপ্তাহে আগে
ভারতের নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা।

বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগের অফিসগুলো বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

 

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে ঢাকা। 

 

আরও পড়ুন: কলকাতায় আওয়ামী লীগের ‘পার্টি অফিস’, যা বললেন প্রেস সচিব

]]>
সম্পূর্ণ পড়ুন