শনিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নড়াইল-ঢাকা মহাসড়কের উপজেলার সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।
অভিযানে, দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ সবধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ বালুর ট্রাকসহ ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি আইন অমান্য করার দায়ে দুটি দূরপাল্লার পরিবহনসহ মোট চারটি গাড়িকে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা।
আরও পড়ুন: রংপুরে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই নিরাপত্তারক্ষী গ্রেফতার
সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্রাফিক ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সেনাবাহিনীকে সহযোগিতা করেন।
সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের।