নড়াইলে সাংবাদিককে আ.লীগ নেতার গালিগালাজের অডিও ভাইরাল

৩ দিন আগে
নড়াইলের কালিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এক সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মল্লিক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ জুন) রাতে এ ঘটনায় কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী স্থানীয় সাংবাদিক মো. বাবর আলী।


অভিযুক্ত মল্লিক মো. মনিরুল ইসলাম কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর ভুক্তভোগী সাংবাদিক মো. বাবর আলী আঞ্চলিক দৈনিক জন্মভূমি পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি।


ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপরে উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়ায় একটি রাস্তার অনিয়মের খবর সংগ্রহে যান স্থানীয় সাংবাদিক বাবর আলী। সেখানে একটি ইটের সোলিংয়ে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন ঠিকাদার, স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে রাস্তার কাজের ভিডিও ধারন করেন সাংবাদিক।


আরও পড়ুন: কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি


পরে রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে জানতে ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান মল্লিক মো. মনিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিক বাবর।


এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানের কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে ইউপি চেয়ারম্যান  অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি দেখে নেয়ার হুমকি দেন ও নিজেকে সাংবাদিক দাবি করেন। পরে ভুক্তভোগী বাবর আলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


জানা যায়, ইউপি চেয়ারম্যান মল্লিক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে কালিয়া ও খুলনার তেরখাদা থানায়।


আরও পড়ুন: তথ্য চাইতেই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিতে চান প্রকল্প কর্মকর্তা!


এ বিষয়ে বাবর আলী সময় সংবাদকে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি পেয়েছি। এটি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপরও আঘাত। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’


অভিযোগের বিষয়টি জানতে ইউপি চেয়ারম্যান মল্লিক মো. মনিরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাইডি শোনো, যে রাস্তার কাজ হচ্ছে সেটা আমার নিজের চলাচলের রাস্তা। ওই রাস্তার জন্য এক লাখ টাকা বরাদ্দ হলেও আমি নিজের ভাটার ইট এনে অতিরিক্ত রাস্তা বানাচ্ছি। সেখানে ওই সাংবাদিক এসে আমার সাব কন্ট্রাকটরের কাছে চাঁদা চেয়েছেন।’


আরও পড়ুন: 


তিনি আরও বলেন, ‘তার (বাবর) সঙ্গে লেখালেখি নিয়ে আমার আগে থেকেই ঝামেলা ছিলো। রাস্তার কাজ নিয়ে আমাকে ফোন দেয়ায় কথা কাটাকাটি হয়। অডিওতে যা কথা হয়েছে সেটুকু ই।  তারপর দেখি ফেসবুকে অডিও রেকর্ড আর রাস্তার ভিডিও ছাড়ছে।’


নিজেকে সাংবাদিক দাবি করে ইউপি চেয়ারম্যান বলেন, ফেসবুকে ছাড়ার কারণে আমিও তার বিরুদ্ধে নিউজ করছি। তবে গালিগালাজের বিষয়টি তিনি অস্বীকার করেন।


কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বলেন, ‘আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন