বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে বিলের মধ্যে নতুন খনন করা একটি ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
নিহত আফিয়া বেদভিটা গ্রামের সাহিদ ফকিরের মেয়ে ও মরিয়ম আক্তার জিম একই গ্রামের প্রবাসী আল আমিন ফকিরের মেয়ে। তারা পৃথক দুটি হাফেজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মরিয়মের মা মারা যাওয়ার পর সে ও তার ভাইকে দাদা-দাদি লালনপালন করছিলেন। বুধবার আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তাদের দেখা না পেয়ে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিলের একটি ঘেরে স্যান্ডেল ভাসতে দেখেন আফিয়ার ভাই। পরে স্থানীয়রা সেখানে গিয়ে জিম ও আফিয়ার মরদেহ পানিতে ডুবে থাকতে দেখে উদ্ধার করেন।
আরও পড়ুন: নববধূকে দেখে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সৌদি প্রবাসী নিহত
একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
]]>