সামাজিক মাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনী লিখেছে, ‘ন্যায়বিচার করা হয়েছে। জয় হিন্দ!’ খবর দ্য গার্ডিয়ানের।
পোস্টটির সাথে হ্যাশট্যাগ দেয়া হয়েছে #PahalgamTerrorAttack লিখে।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির একটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী। এছাড়া, পাল্টা হামলায় ঘটেছে আরও ক্ষয়ক্ষতির ঘটনা।
আরও পড়ুন: ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!
নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ব্রিগেড সদর দফতর ধ্বংস করে দিয়েছে।
সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুধনিয়াল সেক্টরে ‘একটি শত্রু পোস্টও’ নিশ্চিহ্ন হয়ে গেছে।
এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশুর শহীদ হওয়ার এবং ১২ জন আহত হওয়ার তথ্য আছে... কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’
আরও পড়ুন: পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প
তিনি জানান, কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
যদিও ভারতীয় বাহিনী পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে।
]]>