নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফ সাগরে মাছ ধরার সময় দুটি নৌকাসহ বাংলাদেশি নয় জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ৯টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি শাহপরীর দ্বীপ বোট মালিক সমবায় সমিতির সভাপতি আবদুল গফুর।


মিয়ানমারের আরাকান রাজ্যভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যম আরাকান বে নিউজ ধরে নিয়ে যাওয়া জেলেদের ছবি প্রকাশ করেছে।


নৌকা দুটির মালিক হলেন- শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার ইউসুফ জালাল এবং লালু ফকির। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: মো. আনোয়ার (৩০), মো. ইব্রাহিম (১৯), মনজুর আলম (৩৫), ওমর ফারুক (২০), কবির আহমেদ (৫৫), জাফর আলম (২০), মো. জসিম (১৮), মোহাম্মদ রাশেল (৩০) এবং মো. আব্দুল্লাহ (৩০)। তারা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া গ্রামের বাসিন্দা।


আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির কারণে নাফনদী ও সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সাগর থেকে প্রায় সময় ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকা মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। এমন ঘটনা বন্ধে সরকারের সহায়তা চাই।’


আরও পড়ুন: আরাকান আর্মির কাছে অস্ত্রের সরঞ্জাম পাচারের সময় ৩ যুবক আটক


সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বলেন, ‘তাদের ঘাটের ইঞ্জিনচালিত দুটি নৌকা সাগরে মাছ শিকারে যায়। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে ধাওয়া করে নয় জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেন।’


মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আরকান বে নিউজ’ আটক জেলেদের নৌকাসহ ছবি প্রকাশ করেছে। সেখানে আরাকান আর্মি দাবি করেছে, অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে নয় জেলেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


ট্রলার মালিক ও বিজিবির দেয়া তথ্য মতে, গত ১১ মাসে (গত বছর ডিসেম্বর থেকে) আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩২৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।


বিজিবির চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলেসহ ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হলেও আরও ২৬টি ট্রলার ও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে বন্দি আছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন