নোয়াখালীতে বন্যা দুর্গতদের পাশে র‍্যাব, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ

১ দিন আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালীর কয়েকটি উপজেলার মানুষজন। মানবিক সংকটের মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী পৌঁছে দিতে দেখা যায় র‍্যাব সদস্যদের। মানবিক উদ্যোগের অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষদের হাতে তুলে দেওয়া হয় স্যালাইন, ওষুধ, মুড়ি, চিনি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল।


র‍্যাব সদস্যরা আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়ে পানিবন্দি মানুষদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। সহায়তা পাওয়ার পর অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারি সহযোগিতা না পেলেও র‍্যাব আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা বড় স্বস্তির।


র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, বিপদে মানুষের পাশে থাকাটাই র‍্যাবের নৈতিক দায়িত্ব। নোয়াখালীতে কয়েকদিনের ভারি বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে মানবিক সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি আমরাও কাজ করছি।


আরও পড়ুন: ফেনীর বন্যা: পানি নামছে ধীর গতিতে, ফুটে উঠছে ক্ষতচিহ্ন


তিনি আরও বলেন, আমাদের সদস্যরা আশ্রয়কেন্দ্রে গিয়ে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। যতদিন প্রয়োজন, র‍্যাবের এই কার্যক্রম চলমান থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন