প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে দেউবার বাসভবনে ভাঙচুর চালায়। ফুটেজে দেখা গেছে, হামলার পর সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকে রক্ত পড়ছে। দেউবা এবং আরজুকে উদ্ধার করতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের বাসভবনে হামলা হয়।
মারধরের শিকার হওয়ার পর স্থানীয় একটি মাঠে তাদের ‘অসহায়ভাবে’ বসে থাকতে দেখা যায়। খবর এনডিটিভি’র।
এদিকে, নেপালের আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
আরও পড়ুন: নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, দগ্ধ স্ত্রীর মৃত্যু
জানা যায়, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মী বাড়ির ভেতর আটকে রেখেই সেখানে আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হয়ে মারা যান।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাজ্যলক্ষ্মী চিত্রকরকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার সময় তিনি মারা যান।
তবে ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: হেলিকপ্টারে পালালেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, গেলেন কোথায়?
]]>