নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না হামজা

৪ সপ্তাহ আগে
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে এ মাসেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে ফিফার দুই প্রীতি ম্যাচে খেলবেন না হামজা চৌধুরী। মঙ্গালবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

এশিয়ান কাপ বাইয়ের প্রস্তুতি নিতে সেপ্টেম্বর উইন্ডোতে বড় দলের বিপক্ষেই খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে অন্য কোনো দল না পাওয়ায় নেপালের বিপক্ষেই ম্যাচ খেলবে বলে ঠিক করে বাফুফে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

 

ম্যাচ দুটি সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প নিয়েও ছিল লুকোচুরি। অবশেষে বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়েই অনুশীলনে নামে বাংলাদেশ দল। তবে কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তা নিয়ে ভ্রুক্ষেপ নেই কোচ হ্যাভিয়ের কাবরেরার। তাদের নিয়েই সন্তুষ্ট জাতীয় দলের এই কোচ।

 

আরও পড়ুন: এদারসনকে ছেড়ে ফ্রান্সের অভিজ্ঞ গোলকিপারকে দলে নিল ম্যান সিটি


গুঞ্জন ছিল অনেক দিন ধরেই, নেপালের বিপক্ষে হামজা চৌধুরীকে পাওয়া যাবে তো! ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা নিজেও মুখিয়ে ছিলেন দলে যোগ দিতে। তবে জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ নিশ্চিত করলেন, নেপালের বিপক্ষে খেলবেন না হামজা চৌধুরী।

 

সাংবাদিকদের আমের খান বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

 

আরও পড়ুন: অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনাম পৌঁছেছেন ফাহামেদুল

 

হামজার উপস্থিতি নিঃসন্দেহে দলকে উজ্জীবিত করে। তার কাছ থেকে ভালো উৎসাহ পান দলের বাকি ফুটবলাররা। তাই হামজার অনুপস্থিতি নিয়ে ভাবাচ্ছে তপু বর্মণকেও।


জাতীয় দলের কোচ কাবরেরা হামজাকে ছাড়াই নাকি পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন আগে থেকেই। বুধবার (৩ সেপ্টেম্বর) নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

]]>
সম্পূর্ণ পড়ুন