রোববার (১৩ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই আয়োজনের সফলতা এবং ব্যর্থতার চিত্র সময়মতো দেখা যাবে বলে মন্তব্য করেন আয়োজক সংস্থা বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি আরও বলেন, বিগত সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল তারমধ্যে থেকে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে ১০টির কার্যক্রম। আর বে-টার্মিনাল নির্মাণে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চূড়ান্ত করা হবে বিদেশি কোম্পানি। এবারের সম্মেলন আয়োজনে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা আর ৩ হাজার ১শ' কোটি টাকার বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ সুস্থ ধারায় ফেরাতে এবং বিনিয়োগ আনার জন্য দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন বলে জানান তিনি।
এদিকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।