নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে প্রদীপ জ্বালিয়ে স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে কাবাডি সিরিজের উদ্বোধন করেছে। প্রথম ম্যাচে পারফরম্যান্স দিয়েও ম্যাটে আলো ছড়িয়েছে নেপাল। বাংলাদেশের অভিজ্ঞতা সুখের হয়নি।
শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপাল নারী দল। এসএ গেমস ও এশিয়ান গেমসের আগে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। এছাড়া শারীরিক গড়নেও এগিয়ে নেপাল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে... বিস্তারিত