নেত্রকোনায় ভারতীয় শাড়ি জব্দ

৪ সপ্তাহ আগে
নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ।

জব্দ করা ট্রাকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি রয়েছে বলে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান।

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারহাট্টা বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। তল্লাশি চৌকির বিষয়ে টের পেয়ে চোরাকারবারীরা ভিন্ন পথে যায়। পরবর্তীতে চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার থেকে নেত্রকোনার দিকে আসা ভারতীয় বিভিন্ন শাড়ি বোঝাই একটি ট্রাক আটক করেন স্থানীয়রা। এরপর জরুরি সেবা ত্রিপল নাইনে কল দিলে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপরে জনতার হাতে আটকের পর ট্রাকটি পুলিশ গিয়ে জব্দ করে। তবে ট্রাক চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। কিন্তু জব্দকৃত ট্রাকে ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের শাড়ি ১২৩৭ পিস ও ১৫১২ পিস থান কাপড় পাওয়া গেছে।

আরও পড়ুন: সিলেটে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩

জব্দকৃত মালামালসহ বৃহস্পতিবার শাড়ি বহনকারী আটক ট্রাকটি (ঢাকা মেট্রো - ন ১২- ০০৫৩ নং) থানায় নিয়ে আসা হয়। মালামালগুলো জব্দ তালিকা করে পুলিশ হেফাজতে নেয়া হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেশখলা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করে আসছে একটি সিন্ডিকেট। তারা গভীর রাতে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারের সড়কটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। 


 

]]>
সম্পূর্ণ পড়ুন