নিহত জিহাদুল ছোট ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি যুবদল কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চৌরাস্তা মোড়ে একটি অটোরিকশায় দুজন যাত্রী ওঠেন জারিয়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ওই যাত্রীদের নামিয়ে দিয়ে ধমকি দেন নিজাম উদ্দিনের লোকজন। ওই যাত্রী এবং অটোরিকশাচালক বিষয়টি নিয়ে একই এলাকার নিজামের ভাতিজা জিহাদুলের কাছে নালিশ করে।
এই বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচা নিজাম উদ্দিনের হাতে থাকা শাবল দিয়ে জিহাদুলের মাথায় আঘাত করে। আঘাতে জিহাদুল মারাত্মক জখম হলে তাকে স্থানীয়রা দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
আরও পড়ুন: কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত পাই। নিজাম উদ্দিন পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আমরা তিনজনকে আটক করে নিয়ে এসেছি।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·