পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন লেঙ্গুড়ার মানিকপুর গ্রামে শিশু মুমিন এবং সন্ধ্যায় রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে মুবাশ্বির বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।
শিশু মুমিন মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে এবং মুবাশ্বির রংছাতি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে পুকুরের পানিতে প্রাণ গেল দুই শিশুর
মৃত শিশুদের স্বজনরা জানায়, মুমিন খেলার ছলে পরিবারের সবার অগোচরে হঠাৎ বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দেড় ঘণ্টা পর শিশুটির নানি পুকুরে মুমিনকে ভাসতে দেখে ডাক চিৎকার দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। এরপর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় সাধক জালাল উদ্দিন খাঁকে স্মরণ
অপরদিকে, মুবাশ্বির হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে পারত। মুবাশ্বিরের মা সাবিকুন নাহার নামাজ আদায় করছিলেন। এ ফাঁকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরের পড়ে যায়।
শিশুটির মামাতো ভাই শামীম শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
]]>