নেত্রকোনায় পলিথিনি বিক্রি ও ব্যবহারের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৪ দিন আগে
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা ও ৬ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বারহাট্টা উপজেলার গোপালপুর  ও আসমা বাজারে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এই পরিচালিত হয়।

 

এসময় গোপালপুর বাজারে মা বাবা স্টোর, আদিত্য স্টোর, মমিন ট্রেডার্স এবং আসমা ইউনিয়নের আসমা বাজারে আজিজ এন্টারপ্রাইজ ও ভাই বোন স্টোর সহ পাঁচ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার ও মজুতের অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে এক হাজার করে মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ দোকানগুলোতে মজুত করা ছয় কেজি ৭শত গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

 

আরও পড়ুন: মোংলায় যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন ও বিপুল নেটজাল জব্দ

 

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও ক্রেতাদের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। স্বেচ্ছাসেবী ছাত্র জনতাকে নিয়ে সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে বাজারে বাজারে ব্যানার টানানো হয়।

 

আরও পড়ুন: শেরপুরে অবৈধ পলিথিন ও হাইড্রোলিক হর্ন জব্দ

 

পরিবেশ অধিদফতরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জেলায় প্রতিটি এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে সচেতন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন