নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

১ সপ্তাহে আগে
নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কের বাংলা-ঠাকুরাকোনা লিংক ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে জিআরপি ময়মনসিংহ থানায় পাঠানো হয়েছে।


এর আগে সকালে ঢাকা মোহনগঞ্জগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


নেত্রকোনা বড় স্টেশনের স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান,  হাওর এক্সপ্রেস ট্রেনটি বাংলা ঠাকুরাকোনা লিংক ব্রিজের কাছাকাছি পৌঁছলে ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত পরিচয়ের এক নারী। জনশূন্য এলাকায় হাওয়ায় স্থানীয়দের নজরে আসলে মোহনগঞ্জ জিআরপি পুলিশে খবর দেয়া হয়। স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঠাকুরাকোনা স্টেশনে হস্তান্তর করে। দুপুরে লোকাল কমিউটার ট্রেনে করে ময়মনসিংহ মর্গে পাঠানো হয়। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।


আরও পড়ুন: সিগন্যাল অমান্য করে রেলপথে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের


মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন