নেত্রকোনায় কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন দুর্ঘটনায় পাঁচজন নিহত

৩ সপ্তাহ আগে
নেত্রকোনায় একদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন উপজেলায় তিন শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় দুজন,পানিতে ডুবে দুজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন।

নিহতদের মধ্যে জেলার কেন্দুয়ায় তিনজন ও খালিয়াজুরীতে একজন ও পুর্বধলায় একজন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসকল নিহতের খবর পাওয়া গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির কাছে পুকুরে পড়ে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে।

 

একই উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের শিশু নিহত হন।

 

আরও পড়ুন: নেত্রকোনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক

 

একই উপজেলার মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী হিমাচল বাসের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে রাত সাড়ে আটটার দিকে।

 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসকল মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাকি তালুকদার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাতে নিজ ঘরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হলে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রতিবেশি জিহাদ জানায়, প্রচন্ড গরমে বারবার বিদ্যুৎ যাওয়া আসা করায় ফ্রিজের সংযোগ খুলে রাখা হয়েছিলো। রাতে সেই সংযোগ দিতে গিয়েই বিদ্যুতায়িত হলে সড়কপথে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে মৃত বলেন।

 

আরও পড়ুন: নেত্রকোনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সেই কাওসারের মৃত্যুদণ্ড

 

অন্যদিকে জেলার পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরের পানিতে পড়ে ইয়াসিন শেখ নামে দুই বছরের এক  শিশু নিখোঁজ হলে রাতে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

]]>
সম্পূর্ণ পড়ুন