নেত্রকোনায় কোদালের আঘাতে আহত কৃষকের মৃত্যু

১ দিন আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কোদালের আঘাতে আহত কৃষক ইদু মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এর আগে তিনদিন ধরে তিনি ময়মনসিংহ মেডিকেল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, কয়েক দিন আগে মাসকা ইউনিয়নের কীত্তণখোলা গ্রামে প্রতিবেশী যুবক জাহাঙ্গীর আলম (৩০)-এর সঙ্গে বিরোধের একপর্যায়ে জাহাঙ্গীর কোদাল দিয়ে ইদু মিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

 

আরও পড়ুন: নেত্রকোনা পৌর শহরে বৃষ্টি মানেই যেন জলাবদ্ধতা

 

পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও শেষ পর্যন্ত ঢাকা মেডিক্যালে ভর্তি করেন।

 

ঘটনার দিনই স্থানীয়রা অভিযুক্ত জাহাঙ্গীরকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

 

ইদু মিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে কেন্দুয়ায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন