বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় মেন্দিপুর ইউনিয়নের নুরপুর বোয়ালি মসজিদের সামনের গোবিন্দশ্রী-পাকা সড়কের একটি ভেসে ওঠা অংশে এ লোমহর্ষক দৃশ্য দেখতে পায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত কিছুদিনের টানা বৃষ্টিতে ডুবে থাকা খালিয়াজুরী-মদন লিংক সড়কের একটি অংশ হাওড়ের পানির নিচ থেকে ভেসে উঠে। পানি কিছুটা সরে যাওয়ায় মানুষজন সড়ক দিয়ে চলাচল শুরু করলে তারা এ অর্ধগলিত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।
আরও পড়ুন: মাদারীপুরে ভ্যানচালক ও বাবুর্চির মরদেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দা নবাব বলেন, ‘বিকেলের দিকে কয়েকজন মানুষ হাওড়ের পানির মধ্যে সড়কের ওপরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গেলে একটি মানুষের মরদেহ বলে সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’
খালিয়াজুরী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটি এতটাই পচে গেছে যে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে কথা বলার জন্য খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।