রোববার (৩ আগস্ট) রাত থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের উকিলপাড়া, সাতপাইসহ বেশ কিছু নিচু এলাকায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়ন কাজ হলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। নদীতে পানি নামার পথগুলো সিমেন্টে বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। ফলে স্কুলগামী শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।
সাতপাই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর বলেন, ‘নতুন সড়ক হলেও পানি যাওয়ার ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। স্কুলে বাচ্চাদের পাঠানোও রিস্ক হয়ে যায়।’
রিকশাচালক ইসলাম উদ্দিন বলেন, ‘বৃষ্টিতে সড়কের গর্ত দেখা যায় না। রিকশা পড়ে যায়, উল্টেও যায়। যাত্রীও পাওয়া যায় না।’
আরও পড়ুন: নেত্রকোনার আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জে আটক
উকিলপাড়ার বাসিন্দা শফিক বলেন, ‘গয়ানাথের দোকান থেকে আবু বক্করের বাসা পর্যন্ত পুরো গলি হাঁটু পানিতে তলিয়ে যায়। পানি যাওয়ার কোনো ড্রেন নেই।’
স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, ‘উকিলপাড়াসহ কিছু এলাকায় মাটি পরিষ্কার করা হয়েছে। তবে পুরানো ও অপরিকল্পিত বাড়িঘরের কারণে পানি নামার জায়গা নেই। যেখানেই খবর পাচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি।’
স্থানীয়দের দাবি, বারবার একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা দরকার।
]]>