নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টঙ্গী থেকে গ্রেফতার

২ সপ্তাহ আগে
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে টঙ্গী দত্ত পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। প্রশান্তর বিরুদ্ধে নেত্রকোনায় সাত থেকে আটটি নাশকতা ভাংচুরসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে।

 

প্রশান্ত কুমার রায়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, সোমবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ জুন প্রশান্ত কুমার রায় নেত্রকোনা শহরের ছোট বাজার আওয়ামী লীগের ভাংচুরকৃত দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেন। এর আগে ঝটিকা মিছিলও করেন। তবে কোথা থেকে মিছিল নিয়ে এসেছেন এবং সমাবেশ শেষে কোথায় চলে গিয়েছেন এসব তথ্য কেউ জানাতে পারেনি।

 

আরও পড়ুন: টঙ্গীতে গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ অবসরপ্রাপ্ত সেনাসদস্য আটক

 

ওইদিন সকালে তাদের ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে একটি ভিডিও ক্লিপে। এর আগে আট থেকে দশ জনের একটি ঝটিকা মিছিল নিয়ে বের হয়ে সেটি নিজেরাই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়।

 

এরপর পুলিশ প্রশাসনসহ প্রশান্ত কুমার রায়ের দারা নির্যাতিত হওয়া বিভিন্ন ব্যক্তি ও দল ক্ষোভ প্রকাশ করে মিছিল করেন। তারপর থেকে পুলিশ প্রশাসন চাপের মুখে থাকলেও পুলিশ তাকে আটক করতে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মিছিলের ১৭ দিন পর প্রশান্তকে ঢাকার টঙ্গি থেকে আটক করে পুলিশ।

 

ওসি কাজী শাহনেওয়াজ আরও জানান, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রশান্তর তথ্য নিশ্চিত হয়ে তাকে আটক করতে অভিযান চালানো হয়। রাতে নেত্রকোনায় নিয়ে আসা হবে। পরদিন আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন