নেতৃত্ব পেয়েই কী পারফরম্যান্সে ভাটা পড়লো শান্ত’র?

৪ সপ্তাহ আগে
তিনিই তো প্রকৃত নেতা, তিনিই তো আদর্শ, যিনি সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন। নেতা হলেন সেই ব্যক্তি, যার চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এর আগে নেতৃত্ব দিয়েছেন আরও ১২ জন। ১৩তম অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

এখনও পর্যন্ত ৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে ৩ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত’র অধীনে বড় দুটি দল নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।  

 

২৮ নভেম্বর, ২০২৩; সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লাল বলের ক্রিকেটে সেই ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্ত’র। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বাজিমাত, নিউজিল্যান্ডকে হারালো ১৫০ রানে। দল জিতেছে বড় ব্যবধানে, অধিনায়ক শান্তও সেদিন সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ৩৭ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৫।  

 

শান্ত’র নেতৃত্বে দ্বিতীয় ম্যাচটি ছিল মিরপুরে,। সেবার অবশ্য কিউইদের কাছে হেরেছে ৪ উইকেটে। শান্ত সেই ম্যাচে ছিলেন নিষ্প্রভ, প্রথম ইনিংসে ৯ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৫ রান। সেখান থেকেই কী শান্ত হয়ে গেলো অধিনায়ক শান্ত’র ব্যাট? 

 

আরও পড়ুন: দ্বিতীয় দিন শেষে মুশফিক-জয়ের ব্যাটে প্রতিরোধের বার্তা

 

২২ মার্চ-২০২৪, শান্ত’র নেতৃত্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ, সিলেটে সেবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই ইনিংসেই ব্যর্থ অধিনায়ক, প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশ হারে ৩২৮ রানের বড় ব্যবধানে। 

 

শান্ত’র অধিনায়কত্বে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই ম্যাচেও টাইগারদের হার ১৯২ রানে। ব্যর্থতার খোলশ থেকে সেদিনও বের হতে পারেনি নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২০ রান। 

 

চলতি বছরের গত আগস্টে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের দুটিতেই তাদের হারিয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ার সেই ম্যাচেও জ্বলে ওঠতে পারেননি টাইগার অধিনায়ক। প্রথম ইনিংসে রান করেছেন মাত্র ১৬। তবুও ১০ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

 

৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে ৬ ‍উইকেটে হারিয়েছে টাইগাররা। এটি ছিল শান্ত’র অধিনায়কত্বে বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ। বাংলাদেশ জিতলেও শান্ত’র ব্যাট এ ম্যাচেও ছিল নিষ্প্রভ। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান। 

 

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের অনন্য কীর্তি

 

বেশ ফুরফুরে মেজাজে দেশে ফিরে তার ক’দিন পরই ভারতে সিরিজ খেলতে যায় টাইগাররা। তবে সেখানে যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো শান্ত-মুশফিকদের। দুই টেস্টেই ভারত যেন বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো। 

 

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারলো ২৮০ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ২০ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল শান্তকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি রান করেন ৮২। দীর্ঘদিন পর যেন এদিন হেসেছিল টাইগার কাপ্তানের ব্যাট। 

 

পরের ম্যাচে ফের শান্ত হয়ে যায় অধিনায়কের ব্যাট। প্রথম ইনিংসে ৩১ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। ভারত সেই ম্যাচে জিতেছিল ৭ উইকেটে। 

 

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে। এখনও ম্যাচের ফলাফল আসেনি, তবে দুই ইনিংসেই ব্যাট করে ফেলেছেন নাজমুল হোসেন। প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে আউট হন ২৩ রান করে। 

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সহ মোট ৯টি ম্যাচে শান্ত নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি রয়েছে তার। মোট রান করেছেন ৪৩৮। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই আউট হয়েছেন ৬ বার। সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি বাদে ৩০-এর উপরে রান করেছেন মাত্র ৩ বার। 

]]>
সম্পূর্ণ পড়ুন