নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে: সাবেক প্রধানমন্ত্রী বেনেট

৩ দিন আগে
নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে বলে জানিয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরাইলের চ্যানেল ১২-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বেনেট। খবর আল জাজিরার।

শনিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন, নেতানিয়াহুর ২০ বছর ধরে ক্ষমতায় থাকা অতিরিক্ত এবং তা মোটেও ভালো কথা নয়।


সাক্ষাৎকারে বেনেট আরও বলেন, ‘ইসরাইলি সমাজের বিভাজনের জন্য তার ওপর দায় বর্তায়।’ 

 

আরও পড়ুন:আইএইএ প্রধানের হাতে ইরানিদের রক্ত ​​লেগে আছে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা

 

নেতানিয়াহুর অধীনে ইসরাইলের অভ্যন্তরে ক্রমবর্ধমান ফাটল সম্পর্কে এ কথা বলেন বেনেট।

 

তিনি বলেন, ‘নেতানিয়াহুর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে কিন্তু কট্টর বিরোধীরাও আছেন, যারা তার পদত্যাগ দাবি করেছেন। গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনার বিষয়টি নিয়ে এই  বিভাজন তৈরি হয়েছে।’


নেতানিয়াহুকে অবশ্যই যেতে হবে, বলেন সাবেক প্রধানমন্ত্রী। 

 

একজন ডানপন্থি নেতা যিনি ২০২১ সালে নেতানিয়াহুর সমালোচকদের সাথে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন। যা টানা ১২ বছর ধরে নেতৃত্ব দেয়ার পর নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীত্ব থেকে উৎখাত করেছিল।  


কিন্তু বর্তমান বিরোধীদলীয় প্রধান ইয়ার ল্যাপিডের নেতৃত্বে বেনেট যে জোট সরকার গঠন করেছিলেন তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে। এরপর আগাম নির্বাচনে অতি-ডানপন্থি এবং অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন।


রাজনীতি থেকে বিরতি নেয়া বেনেট আবার রাজনীতিতে ফিরবেন বলে অনেকে মনে করছেন। জনমত জরিপ বলছে, তিনি চাইলে আবারও নেতানিয়াহুকে পরাজিত করার মতো সমর্থন পেতে পারেন।

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তুলবে: নেতানিয়াহু

]]>
সম্পূর্ণ পড়ুন