নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন?

৪ দিন আগে
গাজায় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে পাত্তা দিচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে আইডিএফ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন নেতানিয়াহু।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর, গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব করেন ট্রাম্প। দফাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, সেখানে ইসরাইলের স্বার্থ প্রধান্য দিয়েছেন তিনি। আবার নিজে হতে চেয়েছেন গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান।

 

শর্ত মেনে চুক্তি করার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় বেঁধে দেয় হোয়াইট হাউস। এরপর হুমকি দেয়া হয়, শর্ত না মানলে গাজাকে নরক বানানোর।

 

এদিকে ট্রাম্পের ২০ দফার প্রতি দ্রুত সম্মতি জানান নেতানিয়াহু। নির্দিষ্ট ডেডলাইনের আগেই আংশিক সম্মতি জানায় হামাস। তবে কয়েকটি দফা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি জানান স্বাধীনতাকামী সংগঠনটি।

 

আরও পড়ুন: মিশরে বসছে হামাস-ইসরাইল, ‘দ্রুত’ পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প

 

হামাসের সম্মতি পাওয়ার পর গাজায় ইসরাইলকে বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প নিজেই। হোয়াইট হাউসে গণমাধ্যমকে দেয়া বার্তায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরাইল সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দেয় গাজা অভিযান সীমিত করার।

 

কয়েক ঘণ্টা পর গাজার নিরীহ মানুষদের লক্ষ্য করে যথারীতি হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় দুই দিনে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই ৯৩টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সারাবিশ্বের সমালোচনার মুখে, ইসারাইলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ইসরাইলি নির্বিচার হামলা নিয়ে আগের মতোই চুপ থেকেছেন।

 

যেহেতেু নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানানোর পরে আগের মতোই হামলা চালিয়েই যাচ্ছেন। তাই এ ঘটনার পর একটি প্রশ্ন সামনে এসেছে। নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন? আবার এমনও হতে পারে জিম্মি মুক্তির জন্য হামলা বন্ধের আহ্বানের নাটক সাজিয়ে মুসলিম বিশ্বকে ধোঁকা দিচ্ছেন ট্রাম্প নিজেই।

 

আরও পড়ুন: গাজা পরিকল্পনা নিয়ে উত্তপ্ত ফোনালাপ, নেতানিয়াহুকে কী বলেছিলেন ট্রাম্প

 

গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন পরিকল্পনায় জিম্মিদের মুক্তি ও অন্যান্য কিছু শর্তে হামাসের আংশিক সম্মত হওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একেবারেই ভিন্নমত পোষণ করেছেন।

 

মার্কিন সংবাদমাধ্যম এক্সিসের প্রতিবেদন মতে, হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পর ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন এবং বলেন যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু জবাবে নেতানিয়াহু তাকে বলেন, ‘এটা উদযাপনের কিছু নয়, এর কোনো অর্থ নেই।’

 

নেতানিয়াহুর এই কথায় ট্রাম্প চরম বিরক্ত হয়ে বলেন, ‘আমি বুঝি না, কেন তুমি সবসময় এত নেতিবাচক।’ এই কথার মধ্যে একটি অশ্লিল শব্দও ব্যবহার করেন তিনি। এরপর চুক্তির ব্যাপারে ট্রাম্প বলেন, ‘এটা একটা জয়। এটা গ্রহণ করো।’

]]>
সম্পূর্ণ পড়ুন