মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা এক ভিডিও পোস্ট করে এ খবর জানিয়েছে। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাদ এজেন্সি।
ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর দলের সদর দফতরে যাওয়ার আগে হাবিমা স্কোয়ারে জড়ো হচ্ছেন। তারা একটি দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে ‘কাতারগেট’ নামে পরিচিত কার্যালয়টিকে ‘কাতারি দূতাবাসের সদর দফতর’ হিসাবে বর্ণনা করেন।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের একটি স্বাধীন অঞ্চল থাকবে: ট্রাম্প
অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মামলাগুলোতে অভিযোগ করা হয়, ইসরায়েলি গণমাধ্যমে কাতার তাদের স্বার্থ প্রচারের জন্য নেতানিয়াহুর ঘনিষ্ঠ দুই জ্যেষ্ঠ উপদেষ্টাকে অর্থ দিয়েছিল।
আরও পড়ুন: ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনা
যদিও অভিযোগগুলোকে অস্বীকার করে কাতার বলেছে, এ দাবিগুলো কেবল তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, যারা ইসরাইল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টাকে নষ্ট করতে চায়।
]]>