সোমবার (২৩ জুন) এক ভিডিও বিবৃতিতে, ইরানের সশস্ত্র বাহিনী পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর ২১তম পর্ব শুরু হওয়ার পরপরই বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, অভিযানগুলো ‘নিরবচ্ছিন্নভাবে’ অব্যাহত থাকবে।
মেজর জেনারেল মুসাভি বলেন, ‘শত্রু যতই ক্ষতি করুক না কেন, ইসরাইলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধের জবাব দেয়া হবে।’
রোববার (২২ জুন) ভোরে ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলাকে ‘আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ আখ্যা দিয়ে শীর্ষ এই জেনারেল বলেন, ‘ ধ্বংসের মাত্রা নির্বিশেষে এই অপরাধমূলক কাজের প্রতিক্রিয়া দেয়া হবে।’
আরও পড়ুন: মার্কিন দূতাবাসের কাছে হামলা /রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ‘তোলপাড়’, নিহত ১০
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণকে ইহুদিবাদী শাসনব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন মুসাভি।
ইসরাইলকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘ব্যর্থ প্রক্সি’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
মেজর জেনারেল মুসাভি বলেন, ‘পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন দেখার পর, ট্রাম্প এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়ার সিদ্ধান্ত নেন।’
আরও পড়ুন: কাতারে থাকা মার্কিনিদের নিরাপদে যেতে বললো দূতাবাস
সূত্র: প্রেস টিভি
]]>