নেতাকর্মীদের নির্বাচনের কাজে নেমে পড়তে বললেন বিএনপি নেতা

৩ সপ্তাহ আগে
নেতাকর্মীদের নির্বাচনের কাজে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে এক জনসভায় এ আহ্বান জানান তিনি। 

 

আরও পড়ুন: কুমিল্লার তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

 

তিনি আরও বলেন, ‘আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা সবাই দোয়া করেন বিএনপি যেন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে।’

 

আরও পড়ুন: কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

 

স্থানীয় পরমতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এফএম তারেক মুন্সী, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, বিএনপি নেতা সৈয়দ তৌফিক আহমেদ, কাজী জুম্মন বকশী প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন