নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের দারুণ জয়

৪ সপ্তাহ আগে
পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বিপক্ষে ১৭ নম্বরে থাকা দলের খেলা। সেই শীর্ষ দলটা আবার কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল। তাদের ডাগআউটে ফেলিপে লুইসের মতো প্রতিভাবান কোচ। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফ্লামেঙ্গোর জয়ের পক্ষেই বাজির পাল্লা ভারী হবে। কিন্তু রেলিগেশন অঞ্চলে থাকা দলটায় তো নেইমারের মতো জাদুকর খেলছেন। ইনজুরিতে জর্জর নেইমারও তো কম ভয়ঙ্কর নন। যার প্রমাণ পাওয়া গেল মাঠেই।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রাজিলিয়ান সিরি আ'য় নেইমারের নৈপুণ্যে ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে সান্তোস। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার।


বল দখলে ফ্লামেঙ্গোর চেয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে সমান তালেই পাল্লা দিয়েছে সান্তোস। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে। নেইমারের দলের ৮টি শটের ৪টি লক্ষ্যে ছিল।


ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে ফেরা নেইমার এদিন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলেও এদিনের খেলায় ঠিকই সেরা সময়ের ঝলক দেখা গেছে তার পায়ে। ৮৪ মিনিটে গুইলের্মের পাস থেকে গোলটাও করেছেন দারুণ। মাঝমাঠে ফ্লামেঙ্গোর এক খেলোয়াড় বল হারালে সান্তোসের খেলোয়াড় তা বাঁ প্রান্তে লম্বা করে বাড়ান। গুইলের্মে বল পেয়ে ডি-বক্সে বাড়ান। নেইমার বল পেয়ে ফ্লামেঙ্গোর ডিফেন্ডারদের কাটিয়ে আলতো টোকায় জালে পাঠান।


আরও পড়ুন: অ্যাতলেটিকোয় বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন


চলতি মৌসুমে এটি সান্তোসের হয়ে নেইমারের চতুর্থ গোল। লিগে অবশ্য পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন এই ৩৩ বছর বয়সী। এই গোলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার।


 

MINHA NOSSA! No chute de Plata, do Flamengo, o goleiro do Santos Brazão fez essa defesa ABSURDA. 👀🥶 pic.twitter.com/GnU4axY4uQ

— ge (@geglobo) July 16, 2025


৩৩ বছর বয়সী নেইমার সিনিয়র ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৭৩২ ম্যাচ। তাতে ৪৪৩ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৭টি।


ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন নেইমার। ৩টি চান্স তৈরি করেছেন, যার মধ্যে দুটিই ছিল বিগ চান্স। সফলভাবে ড্রিবল করেছেন ২বার।


এই জয়ে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েট নিয়ে ১৩ নম্বরে উঠেছে সান্তোস। ম্যাচ হারলেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্লামেঙ্গো। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন