চোটগ্রস্ত নেইমারের জন্য আরও একটা দুঃসংবাদ। সৌদি প্রো লিগের ৩৪ ম্যাচের মধ্যে বাকি ১৯ ম্যাচে তাকে আর দেখা যাবে না। এমন সিদ্ধান্তই নিয়েছে তার ক্লাব আল হিলাল। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন তিনি।
হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, ‘নেইমার লিগের বাকি ম্যাচগুলোতে খেলবে না। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। সে বিশ্বসেরা প্লেয়ার, কিন্তু সত্যিটা হলো, শারীরিকভাবে সে আর ওই লেভেলে খেলার উপযুক্ত নয়।’
আরও পড়ুন: মেসিকে হিংসা করত এমবাপ্পে, নেইমারের বিস্ফোরক মন্তব্য
পিএসজি থেকে ২০২৩ সালে দলবদল করে আল হিলালে নাম লিখিয়েছিলেন নেইমার। তার বেতনও বিশাল, বছরে ১০০ মিলিয়ন ইউরো। মোটা বেতনে সৌদি আরবে পাড়ি দিয়ে গত দেড় বছরে ব্রাজিলিয়ান তারকা খেলতে পেরেছেন মোটে ৭ ম্যাচ। আর গত বছরের হিসাবে সংখ্যাটা মাত্র ২। এরপর নেইমারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কী করার ছিল আল হিলালের সামনে!
নেইমারের অবস্থা নিয়ে আল হিলাল কর্তৃপক্ষ মোটেই খুশি ছিল না। ব্রাজিলিয়ান তারকাকে বেছে দেওয়ার প্রসঙ্গও উঠছে সে কারণে। গুঞ্জন ছিল, আল হিলালের পাট চুকিয়ে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু এখন সান্তোসের পরিবর্তে সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছে মেজর সকার লিগের দল শিকাগো ফায়ারকে।