রোববার (১৫ জুন) দুপুর দেড়টায় পটুয়াখালী ঝাউতলা থেকে জেলা ছাত্রদলের সভাপতি শমীম চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: কমিটি থেকে নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ
পরে জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিনের কাছে একটি লিখিত স্মারকলিপি দেয়া হয়।
উক্ত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।