নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে গণ অধিকার পরিষদের মশাল মিছিল

৩ সপ্তাহ আগে
পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা ‌ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ ভাটারা থানা।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় মিছিলটি শাহজাদপুর কনফিডেন্স শপিংমলের সামনে থেকে শুরু করে, সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।


মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোনো পেশীশক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দিবে ভালো মানুষগুলো। তিনি আরও বলেন, চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায়, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। 

 

আরও পড়ুন: ভিপি নুরের ওপর হামলা, প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ


তিনি বলেন, দেশকে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তোর দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগকে কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে।


গণ অধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাড্ডা থানার সাধারণ সম্পাদক বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরার সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন