নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

৩ সপ্তাহ আগে
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) বিকেল ৩টার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে। 


দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী যাচ্ছিল একটি ভ্যান। এসময় নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আজিজুল ইসলাম মারা যান।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের নিচে ঢুকে গেল আমভর্তি ট্রাক, হেলপার নিহত

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুজন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন