নীলফামারীতে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
নীলফামারী জেলার কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।
 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে একা থাকতেন। তিনি আজকে সকালে তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে তার নিজ বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিল। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখতে পায়। সেটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: নীলফামারীতে আবাদি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়-সেচ ক্যানেলে

এবিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন