নীলফামারীতে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

৩ সপ্তাহ আগে
নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের প্রতিনিধি প্রাক্তন মেরিন চিফ ইঞ্জিনিয়ার শাহ মো. মোমিনুল ইসলাম চৌধুরী, নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজন, ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারীর সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ প্রমুখ।
 
আরও পড়ুন: খাগড়াছড়িতে ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপি সদস্যরা

নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজন জানান, প্রায় দুই’শ জনের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল সেমাই, চিনি, বিস্কুট, টোস্ট ও চানাচুর প্রভৃতি।

]]>
সম্পূর্ণ পড়ুন