রোববার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার মধুমোল্লাডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত
খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চুকনগর থেকে খুলনাগামী একটি বাস অপর দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মফিজুলকে মৃত বলে ঘোষণা করেন।