নিহত মোস্তাফিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২
তিনি বলেন, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি আমবোঝাই ট্রাক নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের নিচে ঢুকে গিয়ে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই চালকের সহকারী মোস্তাফিজুর রহমান নিহত হয়।
এ ঘটনায় আহত হন আরও একজন। পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানায় রাখা হয়েছে বলেও জানান ওসি।
]]>