নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২০

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরার আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের আশাশুনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে আশাশুনি মানিকখালী ব্রিজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-জ-১১-০০০৯ নং যাত্রী বোঝাই মিনিবাস আশাশুনি বাসস্ট্যান্ড হয়ে মানিককালী ব্রিজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে যাচ্ছিল। ব্রিজ টোলপ্লাজার আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সঙ্গে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উচু সড়ক থেকে নিচে ঘেরে উল্টে পড়ে। বাসটি উল্টে দুই ঘুর খেয়ে পড়ায় যাত্রীরা আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

 

আরও পড়ুন: জুনে সড়কে ঝরেছে ৭১১ প্রাণ

 

আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তিনি জানান, গুরুতর আহত ৭ জনকে সাতক্ষীরা পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনাস্থ পরিদর্শন করে জানান, গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন