মেজর লিগ সকারের অল-স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল মেসি ও তার ক্লাব সতীর্থ জর্দি আলবাকে। লিগের নিয়ম অনুযায়ী, চোট না পেলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ এই ম্যাচ থেকে সরে যেতে পারবেন না। অন্যথায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হবে। সেটাই হয়েছে মেসি ও আলবার ক্ষেত্রে।
তাদের অনুপস্থিতিতে লিগ ম্যাচে গত বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ড্র করে মায়ামি। দুজন ফেরার পর আবার ছন্দ পেয়েছে ক্লাবটি। লিগস কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার (৩১ জুলাই) চেজ স্টেডিয়ামে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও, দুই গোলের সহায়তা করেছেন।
আরও পড়ুন: ‘ক্ষুধা কখনও কমে না’, ফরাসি ক্লাবকে হারিয়ে রোনালদো
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ ঝাড়েন মেসি। তিনি বলেন, ‘সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে, আগের ম্যাচে খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়, তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি, ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি।’
আগের আসরে লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির মায়ামি। তবে এবার চ্যালেঞ্জটা একটু বেশি। এবার আসরের ধরন বদলেছে। মেক্সিকান লিগের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল, মোট ৩৬ দল লড়ছে এবারের টুর্নামেন্টে।
এবারের আসর নিয়ে মেসি বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ টুর্নামেন্ট, যেখানে আমরা সবসময় লড়াই করি। মেক্সিকান দলগুলির বিপক্ষে খেলতে পারাও আমাদের জন্য কঠিন পরীক্ষা। ফরম্যাট বদলে গেছে, কাজেই আমরা উপভোগ করতে পারি এবং খেলতে পারি। দুর্দান্ত প্রতিযোগিতা এটি এবং এই জয়টি মহাগুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: গোপনাঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে ভর্তি বার্সেলোনার সাবেক ফুটবলার
লিগস কাপের দ্বিতীয় ম্যাচে রোববার ভোরে মেক্সিকান ক্লাব নেকাক্সার মুখোমুখি হবে মায়ামি।
]]>