টিকটক নিষিদ্ধের শঙ্কায় নতুন চীনা অ্যাপ রেডনোটের দিকে ঝুঁকছেন মার্কিন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি অ্যাপটির প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটি। এরইমধ্যে অ্যাপল অ্যাপ স্টোরের ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রেডনোট।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, চীনের মালিকানাধীন টিকটক প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। এর কারণে ক্ষুণ্ন হচ্ছে ব্যবহারকারীদের তথ্য-উপাত্তের নিরাপত্তা। তাই মার্কিনিদের বাজারে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৯ জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্স থেকে অ্যাপটিকে আলাদা হতে হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ
এদিকে, প্রশাসনের বাধার মুখে এবার টিকটকের বিকল্প রেডনোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি রেডনোট। প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটি। চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।
গেল সোমবার অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় নাম উঠেছে রেডনোটের।
রেডনোট অ্যাপে এখন ‘টিকটক রিফিউজি’ নামে একটি নতুন সম্প্রদায় গড়ে উঠেছে। সেখানে ব্যবহারকারীদের জন্য রেডনোটের নিয়ম-কানুন ও চীনা ভাষার প্রচলিত বাক্যাংশ শেখানো হচ্ছে। এর আগে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ করা হয় এটি।
আরও পড়ুন: কেন টিকটক নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র?
বিশ্লেষকদের ধারণা, টিকটক নিষিদ্ধ হলে রেডনোটসহ অন্যান্য অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।
]]>