গ্রেফতাররা হলেন, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:আব্দুর রহমান জীবন।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অভি দে-কে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে মহালছড়ির ২৪ এলাকা থেকে আটক করা হয়। তিনি মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে। তার বিরুদ্ধে জুলাই-আগষ্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি গাজীপুরে গ্রেফতার
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।
]]>